সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের যুবসমাজ কখনো স্বাধীনভাবে এই ধরনের আয়োজন করতে পারেনি।
১৬ বছরের ফ্যাসিস্ট শাসনে শেখ হাসিনা সরকার গুম, খুন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। পাশাপাশি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে বিপর্যস্ত করেছে। আমাদের এই দেশ রক্ষার জন্য, দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কোনো অপশাসনের কাছে আমরা মাথানত করব না। আমাদের ঐক্যই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
শুক্রবার রাত ৮ টায় নগরীর ৪১ নং ওয়ার্ড পশ্চিম ভাগ আবাসিক এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। দেশের সঠিক ভবিষ্যত নিশ্চিত করতে বিএনপি সর্বাত্মক কাজ করে যাবে।
মহানগর বিএনপির সদস্য জমির উদ্দিনের সভাপতিত্বে ও মিলাদুর রহমান লিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ সিকদার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহমদ, ছাত্রদল নেতা মিলাদুর রহমান লিপু, আখলাকুর রহমান, মুহিবুর রহমান, জলিলুর রহমান, মুস্তাফিজুর রহমান রাহী, তানবীর আহমেদ শিব্বির, পায়েল আহমেদ, সাঈদ, হাসান, তোফায়েল, ইসমাইল, আশরাফ হোসেন, মিহাদ সিকদার, আব্দুর রহমান, তালহা লতিফ, সোহেল, নাদির, শুক্কুর, মারুফ, সাবেল, আলবি প্রমুখ।
মতামত দিন