জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও মাটি কাটার অভিযোগে মানববন্ধন
গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের দিঘিরকান্দা ও পাকিয়াব এলাকায় ১ নং ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রায় দুই শতাধিক লোকের অংশ গ্রহণে স্থানীয় দিঘিরকান্দা চৌরাস্তায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এলাকাবাসী অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
স্থানীয় দিঘিরকান্দা গ্রামের বাসিন্দা ও কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজউদ্দিন জানান, তার পিতা এবং একই গ্রাামের ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন এবং বড়হর গ্রামের মাহাবুবুল আলম দিঘিরকান্দা চৌরাস্তা এলাকায় বড়হর গ্রামের মোঃ আনছার আলীর কাছ থেকে প্রায় ত্রিশ বছর আগে ৩৫ শতাংশ জমি কিনেছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন ও তার বড়ভাই মোঃ ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মফিজউদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন ও সহ সভাপতি মোঃ বাদল মিয়ার নেতৃত্বে অবৈধভাবে তা দখলের পায়তারা করছে। গত কয়েক দিন আগে তারা সেখানে ইট, বালু ও পিলার এনে স্থাপন করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে তারা সরে যায়। কিন্তু সেই জমি তারা আবারও দখল করবে বলে হুমকি দিচ্ছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজউদ্দিন।
কোড্ডাইদ গ্রামের ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম বলেন, ওয়ার্ড বিএনপি সভাপতি ও তার ভাইদের কাছে এলাকাবাসী অনেকটা জিম্মি। তারা প্রকাশ্যে ঘোষণা দেন, ১ নং ওয়ার্ডে যে কোন কিছু করতে হলে তাদের অনুমতি ছাড়া সম্ভব নয়। পাকিয়াব গ্রামের সাইফুল ইসলাম জানান, কিছুদিন আগেও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া স্থানীয় একটি পারিবারিক কলহের বিষয়ে দরবার মীমাংসার আশ্বাস দিয়ে দলীয় নেতাকমীর্দের ম্যানেজ করতে এক লাখ বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। দিঘিরকান্দা মোড়ের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাদের নেতৃত্বে এলাকায় ব্যাপক হারে মাদক ব্যবসা ও অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে আশপাশের ইটের ভাটা গুলোতে সরবরাহ করা হচ্ছে। ফলে এলাকার পাকা ও কাচা রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই এলাকাবাসী নিরুপায় হয়ে আজকে এই মানববন্ধনের পথ বেছে নিয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট মহলের মাধ্যমে এসব সমস্যার প্রতিকার চান তারা।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন জানান, এসব অভিযোগের সবই মিথ্যা ও ভিত্তিহীন। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার কিংবা মাটি কাটার বিষয়গুলোর সাথে তিনি এবংতার দলীয় কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকমীর্র সম্পৃক্ততা নেই। এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল যারা করেছেন তাদেরকে জবাব দিহির আওতায় আনা হবে বলে জানান তিনি।
মতামত দিন