• ২০২৫ ফেব্রুয়ারী ০৫, বুধবার, ১৪৩১ মাঘ ২৩
  • সর্বশেষ আপডেট : ০৪:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাপাসিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত ০৪:০২ অপরাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৫
কাপাসিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি

কাপাসিয়ায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল


গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে। সোমবার বিকালে মিছিলটি ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।

জানা যায়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাবেক কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলনকে আহ্বায়ক, বিগত কমিটির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গত রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ এবং আশাবাদ তৈরি হয়েছে। দলীয় কার্যক্রমে এই নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক দলের প্রতি তাদের অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর।

গাজীপুরের রাজনীতির গতিশীলতার জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করতে দ্রুততার সাথে মাঠে নামবে বলে দলীয় সূত্র জানায়। এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়ায় দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে এক বিশাল আনন্দ মিছিল করেছে। বিশেষ করে কাপাসিয়ার কৃতিসন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্'র যোগ্য উত্তরসূরী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় সবাই আনন্দিত। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে নুতন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠিত আনন্দ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, ছানাউল্লাহ মেম্বার, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, মীর মাসুদ করিম, মেহেদী হাসান বাচ্চু, জহিরুল ইসলাম ফকির, হাবিবুর রহমান হবি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, উপজেলা ছাত্রদল নেতা প্রতীক, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার, কৃষক দল নেতা মুজাহিদুল ইসলাম অশ্রু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, বিলুপ্ত কমিটি গত ২০২২ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয়। ৫ আগস্ট পটপরিবর্তনের পর নতুন নেতৃত্ব সামনে আনাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবী আসছিল। এরই মধ্যে রোববার জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হলো। আহবায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে তরুন ও ত্যাগী নেতারা নেতৃত্ব পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে।

এ বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান যুগান্তরকে বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই নেতাকর্মীদের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এ কমিটির মাধ্যমে বিগত সময়ে নেতাকর্মীদের কাজের মূল্যায়ণ করা সম্ভব হবে। দলীয় কার্যক্রমে আমরা আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠব।

বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির নতুন আহবায়ক সাবেক এমপি একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শাহ্ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগে: জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্'র ছেলে এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।

সর্বশেষ