কুতুবদিয়া ফসলি জমি খননের দায়ে এক যুবক কে ১০ দিনের সাজা
মতিউল ইসলাম (মতি)
কক্সবাজার কুতুবদিয়ায় ফসলি জমি কেটে রাতের অন্ধকারে পুকুর ভরাট করার দায়ে জয়নাল উদ্দিন নামক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ৭ নং ওয়ার্ডের মগলাল পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল উদ্দিন একই এলাকার শামসুল হুদার পুত্র।
এসময় কুতুবদিয়াথানার ওসি আরমান হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো: সাদাত হোসেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ এর ৭ ক ধারা ভঙ্গের অপরাধে উক্ত আইনের ১৫(১) ধারায় জয়নাল উদ্দিন (৩২) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এই বিষয়ে ভোরের কথার কক্সবাজার জেলা প্রতিবেদক সাথে মোবাইলে কথা হলে,
কুতুবদিয়া থানার ওসি আরমান বলেন।
ফসলি জমি খেকোদের কোনভাবে ছাড়া দেওয়া হবে না, বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয় আরো বলেন কক্সবাজার জেলায় বিভিন্ন ইটভাটাই,এইসব মাটি বিক্রয়ের উৎসব চলছে। কক্সবাজার সদর, রামু উপজেলা,ঈদগাহ, চকরিয়া, পেকুয়া, উকিয়া সর্বোচ্চ ফসলি জমি নষ্ট করা হচ্ছে।
এসবের সাথে কারা জড়িত আছে,তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল।
মতামত দিন