২৫ বছর পুর্তি উৎযাপন
নরসিংদী জেলা প্রতিনিধি
আক্তারুজ্জামান বাবু
নরসিংদীর ঐতিহ্যবাহী ফেমাস ইনস্টিটিউট হাই স্কুলের ২৫ বছর পূর্তি উদযাপন ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর কালাম মাহমুদ,কফিল উদ্দিন কাফী, শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান সজীব, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়া, নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, সাংবাদিক নুরুজ্জামান, কামাল হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফা।
এই ২৫ বছর পূর্তি উৎসবে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে একশত আইটেমের বিভিন্ন পিঠা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও, ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটি স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে। সকলে স্কুলের এই দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করেন এবং আগামী দিনের জন্য নতুন করে অনুপ্রেরণা লাভ করেন।
মতামত দিন