নরসিংদীর পাঁচদোনা মূলপাড়ায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং ও নানা অপকর্মের অভিযোগ উঠেছে শাহজালাল ওরফে আকাশের বিরুদ্ধে। নিজেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক’ দাবি করে সে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সাধারণ জনগণ তার বিরুদ্ধে সরব হলেও ভুয়া পরিচয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বারবার পার পেয়ে যাচ্ছে।
জানা যায়, পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক লীগের নেতা দেলোয়ার ড্রাইভারের ছেলে শাহজালাল আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাস্তানি, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। এলাকাবাসী এর প্রতিবাদে নরসিংদীর সেনা ক্যাম্প, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গণস্বাক্ষরসহ অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল আকাশ স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিং ও শারীরিক নির্যাতনেও জড়িত। তার পিতা দেলোয়ার ড্রাইভারও এলাকায় নানা অপকর্মের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী যখন তার অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, তখন সে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করে সাধারণ মানুষকে হয়রানি করে।
এ বিষয়ে নরসিংদী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোহান হায়দার জানান, “শাহজালাল আকাশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সে ভুয়া সমন্বয়ক ও প্রতারক। তার নামে অসংখ্য অভিযোগ রয়েছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
নরসিংদী প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, পাঁচদোনা মূলপাড়া এলাকাটি ক্রাইম জোন হিসেবে পরিচিত, যেখানে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই বেড়েই চলেছে। শাহজালাল আকাশ ও তার বাবার অপকর্মের বিষয়ে সেনা ক্যাম্প ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের হয়েছে এবং প্রশাসন শীঘ্রই ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
এলাকাবাসীর দাবি, শাহজালাল আকাশ ও তার বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
মতামত দিন