বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন র্যালি ও পুরস্কার বিতরণী ইউনিক ইউরেখা কোচিং সেন্টার মেধাবৃত্তি সম্পন্ন হয়েছে।
আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এন্ড কলেজে আয়োজননে ইউনিক ইউরেখা মেধাবৃত্তি-২০২৪ তে ১০ জন,বাষিক পরীক্ষার পুরুস্কার ৩০ জন,ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার ৪৪ জনকে পুরুস্কার দেয়া হয়েছে।
সাব্বির আহমদ লিমনের উপস্থাপনা ও সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও সমাজসেবক ইমদাদ হোসাইন চৌধুরী,সাবেক শিক্ষা অফিসার (অব:) রওশন আরা চৌধুরী, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল,বাংলাদেশ ফটো জানলালিন্সইট এসোসিয়েশন সিলেট সাধারন সম্পাদক নুরুল ইসলাম,নিবন্ধিত অনলাইন টাইম বাংলা সিলেট জেলা প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল,উদয় সমাজ কল্যান সংস্থ্যার মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার।
প্রধান অতিথি হিসেবে ইমদাদ হোসাইন চৌধুরী বলেন,যারা মুক্তিযুদ্ধ কে অস্বীকার করে তারা দেশদ্রোহী থাদের এদেশে কোন ঠাঁই নাই আমাদের সটিক ইতিহাস জানতে হবে ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। ভাষা দিবসের রক্তক্ষয়ী দিনটির ইতিহাস আজও ভোলার নয়। তবে ওই দিন শহিদ হওয়া পাঁচজনের নামই ইতিহাসে তারা হলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর।
মতামত দিন