কক্সবাজার চকরিয়া ভাতিজার হাতে চাচা খুন
মতিউল ইসলাম (মতি)
কক্সবাজার চকরিয়া বদরখালী পূর্ব শত্রুতার জেরে গত জুমাবার সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের সময় ফুলতলা ষ্টেশনে নিহতের আপন ভাতিজার ছুরিক আঘাতে (মো: ফোরকান প্রকাশ কালু)'র হাতে আপন চাচা মো: হোছাইনগীর ( ৩৬) নিহত হয়।
নিহতের বাড়ী বদরখালী ছনুয়াপাড়া ৮নং ওয়ার্ডে।
তাদের পারিবারিক সূত্রে জানা যায় হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রী এর ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরে আপন চাচাকে ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা ষ্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরিক আঘাত করতে থাকে। স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান প্রকাশ (কালু) পালিয়ে যায়। পরে স্থানীয়রা হোছাইনগীরকে উদ্ধার করে নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন জানান,হাসপাতালে যাওয়ার পথেই হোছাইনগীর শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়ার বক্তব্য হল তিনি বলেন, আমি ঘটনার খবর পেয়ে
তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,নিহতের নিতর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অতি শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে। কোন অপরাধীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না অপরাধী যতই শক্তিশালী হোক তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে ইনশাল্লাহ।
মতামত দিন