• ২০২৫ Jul ২৭, রবিবার, ১৪৩২ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত ০৩:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ২৭, ২০২৫
কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের আঞ্জাব গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রোববার সকাল দশটায় আঞ্জাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন মহোদয় এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে মরহুমের কফিন জাতীয় পতাকায়  ঢেকে দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। 


জানাজা নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রশীদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার সাদেক, তাজউদ্দীন আহমেদ সহকারী কলেজের ডিএনসিসির ইনচার্জ মেজর রফিকুল ইসলাম, আব্দুল মতিন মাস্টার প্রমুখ।

সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের আগে মরহুমের একমাত্র পুত্র সোহেল উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। #

সর্বশেষ