• ২০২৫ এপ্রিল ০৪, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাপাসিয়ার বিএনপি নেতা ফারুক হোসেনের জানাজা নামাজ সম্পন্ন

  • প্রকাশিত ০৭:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
কাপাসিয়ার বিএনপি নেতা ফারুক হোসেনের জানাজা নামাজ সম্পন্ন
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি




গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আড়াল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন সরকারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে আড়াল জিএল উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  


উপজেলার কালিয়াব গ্রামের চাঁন মিয়ার পুত্র ফারুক হোসেন সরকার দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল (৫৫)। 

মরহুমের জানাজা নামাজে শরীক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।


এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল নেতৃবৃন্দ উপস্থিত মুসল্লিদের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। 

মরহুমের জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক। #

সর্বশেষ