সিলেট এক যুবদল নেতার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ তুলে সিলেট নগরের হকার ব্যবসায়ীরা নগরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার রাত ৯ টা থেকে নগরের জিন্দাবাজারে প্রধান সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে দুই পুলিশ কর্মকর্তাকে তাড়িয়ে দেয় বিক্ষোভ কারীরা।
এ সময় বিক্ষোভকারীদের মধ্যে একজন অভিযোগ করেন এক যুবদল নেতা প্রতিদিন ২০ হাজার টাকা করে চাদা তোলেন তাদের কাছ থেকে। আজ ৩০ হাজার টাকা চাদা দাবি করে এক বৃদ্ধকে তুলে নিয়ে আসেন।
খবর পেয়ে সাথে সাথে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন এ সময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদল রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।
মতামত দিন