• ২০২৫ মার্চ ১২, বুধবার, ১৪৩১ ফাল্গুন ২৮
  • সর্বশেষ আপডেট : ০৯:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জেলা প্রশাসন নরসিংদী -এর উদ্যোগে বিশেষ বাজার মনিটরিং

  • প্রকাশিত ০৯:০৩ পূর্বাহ্ন বুধবার, মার্চ ১২, ২০২৫
জেলা প্রশাসন নরসিংদী -এর  উদ্যোগে বিশেষ বাজার মনিটরিং
Time bangla news
আক্তারুজ্জামান বাবু,নরসিংদী প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে 

নারসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।


রবিবার ২ মার্চ বিকেল ৩.৩০ টায়   মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার, নরসিংদী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জেলা পর্যায়ের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।রমজানের প্রথম দিনে জেলার পৌরসভা মোড় বাজার সহ সদর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে।

সর্বশেষ