গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে রেললাইনের পাশে খেলা করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের ময়না ডেইরি ফার্ম-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ (২) উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, শিশু আব্দুল্লাহ বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের পাশে খেলা করছিল। সকাল ১০টার দিকে ঢাকাগামী কমিউটার চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আব্দুল্লাহকে মৃত অবস্থায় তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন।
মতামত দিন