সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। শোক পালনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সাত দিনব্যাপী দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং কোরআনখানি অনুষ্ঠিত হবে। গুলশান, নয়াপল্টনসহ জেলা পর্যায়ের কার্যালয়ে শোকবই খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, “সংকটে, শোকে মাথার ওপর যেমন ছায়া থাকে, আজ পুরো জাতি সেই ছায়া হারিয়ে ফেলেছে। এই শোকের কোনো ভাষা নেই। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য সহজ হবে না। চোখের সামনে সন্তানের লাশ দেখেও দেশ ও দেশের মানুষের জন্য আপস না করে তিনি দেশে থেকে সংগ্রাম করেছেন। বারবার হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি লড়াই করেছেন।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে দেশ একজন সাহসী, ত্যাগী ও গণতন্ত্রকামী নেত্রীকে হারালো।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
মতামত দিন