• ২০২৫ মার্চ ১২, বুধবার, ১৪৩১ ফাল্গুন ২৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শ্রীপুরে সুতা কারখানার আগুন

  • প্রকাশিত ০৮:০৩ অপরাহ্ন বুধবার, মার্চ ১২, ২০২৫
শ্রীপুরে সুতা কারখানার আগুন
time bangla news
মোঃমোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ উত্তর পাড়া এলাকায় একতা কম্পোজিট লিমিটেড কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন কারখানার একটি ফ্লোরের চারপাশে ছড়িয়ে পড়ে।
কারখানার শ্রমিকরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার একটি কক্ষে শর্ট সার্কিট থেকে প্রথমে সিলিংয়ে আগুন ধরে। পরে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন।
কারখানার শ্রমিক তাসলিমা আক্তার বলেন, সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর দেখি সিলিংয়ে আগুন লেগেছে। এরপর আমরা দ্রুত দৌড়ে বাইরে বের হয়ে আসি।
কারখানার মালিক জহিরুল ইসলাম জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ