সিলেট এয়ারপোর্ট বড়শালা থেকে ৬২ বোতল বিদেশি মদ সহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ ) বড়শালা সিলেট ক্যাডেট কলেজ এর ০১নং গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়।
জানা যায়,এয়াপোর্ট থানাধীন বড়শালা বাইপাসে চেকপোস্ট করাকালে সিলেট শহরগামী একটি সাদা প্রাইভেট কার থামার জন্য সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে দ্রুতগতিতে গাড়িটি চলে যায়।
গতিবিধি সন্দেহ হওয়ায় পিছনে ধাওয়া করলে সিলেট ক্যাডেট কলেজ এর ০১নং গেইটের সামনের রাস্তায় প্রাইভেট কারটি ফেলে রেখে প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাইভেটকারটি বিধি মোতাবেক তল্লাশী করে প্রাইভেট কারের পিছনে ডালার ভিতর হতে মোট ৬২ (বাষট্টি) বোতল বিদেশীমদ, যার তরলের পরিমান ১৪.৪৭৫ লিটার, এর আনুমানিক মূল্য ৩৯,৫০০/-(ঊনচল্লিশ হাজার পাঁচশত) টাকা এবং মাদক বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান জানান,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-০১ তাং-০১/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।
মতামত দিন