সিলেটে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।
পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে ধোপাগুল-সাহেবের বাজার রোডের মহালদিক আলাইবহর এলাকায় চেকপোস্ট বাসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাসী চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা এই দু’জনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৭, তাং-২০/০৪/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ রুজু হয় বিমানবন্দর থানায় মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
মতামত দিন