• ২০২৫ এপ্রিল ২৪, বৃহস্পতিবার, ১৪৩২ বৈশাখ ১১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যেসব সুপারিশে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, তা জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির

  • প্রকাশিত ০৯:০৪ অপরাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
যেসব সুপারিশে দলগুলো ঐক্যমতে পৌঁছেছে, তা জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির
ডেস্ক
ডেস্ক রিপোর্ট :

রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

বুধবার বিকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই দাবি জানান।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নতুনভাবে ঐক্যমত্যের কোনো প্রয়োজন নেই। ঐক্যমত্য প্রয়োজন সংস্কার ও নির্বাচনের বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের বিষয়ে প্রত্যেকটি দল কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে, তারমধ্যে যেসকল বিষয়ে সবাই একমত হয়েছে সেগুলো জাতিকে জানানো। তারা সেটা কেন জানাচ্ছে না এটা আমার প্রশ্ন-এটা দীর্ঘ কোন কাজ না। যে বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে তা জাতিকে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নেই।

সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি সংস্কার চায় না। এগুলো পানি ঘোলা ছাড়া কিছু না। আপনাদের দায়িত্ব কোথায় কোথায় তারা ঐকমত্য হয়েছে তা জাতিকে জানানো। এজন্য ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই। তার আগে নির্বাচন দেওয়া সম্ভব।

এদিকে বৈঠক শেষে এনডিএমের চেয়ারম‌্যান ববি হাজ্জাজ বলেন, ‘দ্রুত সময়ের মধ্য সকল দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে হবে। এই সনদ তৈরির জন্য ৩০ দিনের বেশি সময় প্রয়োজন নেই। সনদ তৈরি হয়ে গেলে নির্বাচনের কোনো ধরনের বিলম্ব হওয়ার প্রয়োজন নাই। কারণ সবাই চাই দ্রুত একটি নির্বাচন হয়ে যাক।

এদিকে বৈঠকে বিএনপি লিয়াঁজো কমিটি প্রধান দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ-এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এনডিএমের বৈঠক শেষে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করে।

সর্বশেষ