শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি ) :
সিলেট মহানগরের কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাহিম সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী পানি শাখায় কাজ করে। সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানাগেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়া এলাকার ডি ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,রাত ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন