• ২০২৫ Jul ০১, মঙ্গলবার, ১৪৩২ আষাঢ় ১৭
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অনুষ্ঠানে জেইউসি নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, নবীন সংবাদকর্মী ও কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • প্রকাশিত ০১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ০১, ২০২৫
অনুষ্ঠানে জেইউসি নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, নবীন সংবাদকর্মী ও কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
File
মতিউল ইসলাম (মতি)

মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর আলোচনা সভা অনুষ্ঠিত


কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার, ১ মে ২০২৫ (বৃহস্পতিবার)

মহান মে দিবস ২০২৫ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় শ্রমজীবী মানুষের অধিকার, মে দিবসের ইতিহাস ও গুরুত্ব, এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


সভায় বক্তারা বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে শ্রমিকদের প্রতি সম্মান জানানো এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা জরুরি।” তাঁরা আরও বলেন, সাংবাদিকরাও আধুনিক সমাজে শ্রমজীবী শ্রেণির অংশ—যারা তথ্যের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলেন, অথচ নিজেরাই পেশাগত নিরাপত্তাহীনতার মুখোমুখি হন।


আলোচনায় সাংবাদিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা, নীতিগত সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে জেইউসি নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, নবীন সংবাদকর্মী ও কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আলোচনা সভাটি ছিল গঠনমূলক, সচেতনতামূলক ও পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সর্বশেষ