• ২০২৫ মে ০৬, মঙ্গলবার, ১৪৩২ বৈশাখ ২২
  • সর্বশেষ আপডেট : ০৫:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার রামুর সন্ত্রাসী ভুট্টো গ্রেফতার,সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিতে আদালতে হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি!

  • প্রকাশিত ০৫:০৫ পূর্বাহ্ন মঙ্গলবার, মে ০৬, ২০২৫
কক্সবাজার রামুর সন্ত্রাসী ভুট্টো গ্রেফতার,সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিতে আদালতে হামলা,   অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার রামুর সন্ত্রাসী ভুট্টো গ্রেফতার,সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিতে আদালতে হামলা,

 অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি!


মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি 


কক্সবাজার রামু উপজেলার মিঠা ছড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সরকারের আমলে ভোট  ডাকাতি করে চেয়ারম্যান নির্বাচিত হওয়া ইউনুস ভুট্টু পুলিশের জালে। অনুসন্ধানে বেরিয়ে আসে তার আসল রহস্য, তিনি হলেন হত দরিদ্র পরিবারের সন্তান, পাহাড় থেকে চুরি করে গাছ কেটে নৌকা যুগে কক্সবাজার ছয় নম্বর ঘাটের করাত কলে বিক্রি করে তিন বেলা আহার যোগাড় করা তার নিত্য দিনের কাজ । এভাবে দিন পার করে আসছিলেন রামু মিঠা ছড়ির ইউনুস ভুট্টো,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে,সাবেক এমপি কমলের নাম ব্যবহার করে ইউপি চেয়ারম্যান নির্বাচন করেন,

সে নির্বাচনে ভোট ডাকাতি করে চেয়ারম্যান নির্বাচিত হয়। এর পর শুরু হয় তার আসল খেলা। 

আওয়ামীলীগ সরকারের ক্ষমতা ব্যবহার করে,সরকারি ভূমি ও পাহাড় দখল,অসহায় মানুষের জমি দখল,নদী থেকে বালি উত্তোলন,খাটির মাথা গরুর বাজার দখল,অবৈধ করাত কল স্থাপন, সরকারি বরাদ্দ আত্মসাৎ। এভাবে কোটি কোটি টাকার  মালিক বনে যাই ঐ ভুট্টো ।যার নামে বেনামে রয়েছে অবৈধ সম্পদের পাহাড়।দেশের বাহিরে পাচার করেছে কোটি কোটি টাকা সৌদি আরবে গড়ে তুলেছে একাধিক দোকান ।

 তার এইসব অবৈধ টাকা অনুসন্ধান করার জন্য দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল।গত বুধবার ভুট্টো কে  আদালতে হাজির করলে সংবাদ কর্মীরা তার ভিডিও ফুটেজ নিতে চাইলে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীরা সাংবাদিকদের মারধর করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার লালিত সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল। এই বিষয়ে কোট ওসির বক্তব্য নেওয়া হলে তিনি বলেন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া সাংবাদিকদের লাঞ্ছিত করা, কোনভাবে কাম্য নয়। অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে, তাদের শীঘ্রই  আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোন ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, সে যত শক্তি শালী হোক না কেন অবশ্যই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ