• ২০২৫ মে ০৯, শুক্রবার, ১৪৩২ বৈশাখ ২৫
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় ভয়াবহ ডাকাতি, জিম্মি করে ১০ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত ০১:০৫ পূর্বাহ্ন শুক্রবার, মে ০৯, ২০২৫
ভালুকায় ভয়াবহ ডাকাতি, জিম্মি করে ১০ লাখ টাকার মালামাল লুট
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় ভয়াবহ ডাকাতি, জিম্মি করে ১০ লাখ টাকার মালামাল লুট


ইমন সরকার, ময়মনসিংহ


ময়মনসিংহের ভালুকায় সংঘবদ্ধ এক ডাকাত দল অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পশ্চিম পাড়ায়, স্থানীয় মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে।


সূত্রে জানা গেছে, মুখোশ পরা ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল রাতে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে হানা দেয়। তারা আগে একটি পিকআপ ভ্যান রাস্তার ধারে রেখে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা ঘর থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পত্তি লুট করে নিয়ে যায়।


মাওলানা আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম জানান, তিনি রাতে খামারের কাজ শেষ করে বাড়ি ফিরে দরজার সিটকিনি লাগাননি। এ সুযোগে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। তাদের আট থেকে নয়জন ঘরে ঢুকে এবং আরো অনেকে বাড়ির চারপাশে অবস্থান করছিল। তাদের পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা তার এবং তার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।


তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরপরই থানায় খবর দেয়া হলেও পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।


ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, ভালুকা এলাকায় সাম্প্রতিক সময়ে এমন সংঘবদ্ধ ডাকাতির ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

সর্বশেষ