• ২০২৫ মে ১০, শনিবার, ১৪৩২ বৈশাখ ২৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার সৈকতের অপরাধীদের আতঙ্কের আরেক নাম আপেল মাহমুদ

  • প্রকাশিত ১০:০৫ পূর্বাহ্ন শনিবার, মে ১০, ২০২৫
কক্সবাজার সৈকতের অপরাধীদের আতঙ্কের আরেক নাম আপেল মাহমুদ
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার সৈকতের অপরাধীদের আতঙ্কের আরেক নাম আপেল মাহমুদ 


মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি 


কক্সবাজার সমুদ্র সৈকতে দুই মাসে ১৯ ছিনতাইকারী সদস্যদের গ্রেফতার করে আবারো আলোচনায়, কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত এডিশনাল ডিআইজি  আপেল মাহমুদ। 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সৌন্দর্যের অপরূপা সাগর নন্দিনী কক্সবাজার সমুদ্র সৈকতকে চুরি ছিনতায় পর্যটকদের  হয়রানীর বিষয় গুলো শতভাগ মুক্ত করেছে টুরিস্ট পুলিশ। এবং ইতিমধ্যে  পর্যটকদের হয়রানি করা এবং চিহ্নিত অপরাধীদের কে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনেছেন। 

আপেল মাহমুদ  কক্সবাজারে পোস্টিং হওয়ার পর পর দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে,চলমান পরিস্থিতিতি কে বেগ মান করতে। সরকারের ক্লান্তিকালিন সময়ে নিজের অবস্থান থেকে পর্যটকদের সেবা দেওয়ার,যে আন্তরিকতা তা সত্যি প্রশংসনীয়।

তিনি কক্সবাজার আসার পর সমুদ্র সৈকতের অগোছালো যে, কাজগুলো ছিল তা পরিপূর্ণ করতে পেরেছে। এবং পর্যটকদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেছে ৫ই আগস্টের পূর্বে নষ্ট হওয়া সিসি ক্যামেরা গুলো পুনরায় স্থাপিত করেছেন। দুষ্কৃতিকারীদের গডফাদারদের  গ্রেপ্তার করে,আবারো আলোচনার শীর্ষে । অপরাধীদের  নিয়ন্ত্রণ করতে ভিন্ন কলা কৌশল অবলম্বন করে,নিজের মেধা কে কাজে লাগিয়েছেন আপেল মাহমুদ। 

 টুরিস্ট পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়,বেপরুয়া  দুষ্কৃতিকারীদের সামাল দিতে দেশের ক্লান্তিকালিন সময়ে, যেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন  তিনি সত্যিই প্রশংসার দাবিদার । আপেল মাহমুদ কক্সবাজারে আসার পর পর অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। টাইম বাংলা নিউজের অনুসন্ধান বলছে, সমুদ্র সৈকতে অপরাধীদের  বেপরোয়া সিন্ডিকেট ছিল। আপেল মোহাম্মদ কক্সবাজার আসার পরপর তা ভেঙ্গে দিয়েছে। বর্তমানে অপরাধীরা আতঙ্কে দিন পার করছেন কেউ কেউ আবার নিজেদের কর্মস্থানে ফিরেন।প্রতিনিয়ত রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা ভাড়াটিয়া  ছিন্তাই কারীরা কক্সবাজারে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখছেন টুরিস্ট পুলিশ। ক্যাম্পের  হেড মাঝিদের অভিহিত করে তাদের লোকেশন সনাক্ত করেছে টুরিস্ট পুলিশ,এফিবিয়েনের

সদস্যদের তথ্য দিয়ে রোহিঙ্গারা যেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থাও করেছে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ । 


এতক্ষণ যার কথা বলছিলাম  তিনি হলেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি একজন নিষ্ঠাবান অফিসার হিসেবে।

পর্যটকদের  হৃদয়ে অল্প সময় স্থান করে নিয়েছেন । তিনি কক্সবাজার আসার পরপর সাধারণ পর্যটন ব্যবসায়ীদের  স্বস্তি পেরেছে। নির্ভয় দিন পার করছেন পর্যটক ও ব্যবসায়ীরা   ।

অপরাধীরা সমুদ্র সৈকতের অপচিন্তা বাদ দিয়ে পালাচ্ছেন নিজ গন্তব্য স্থানে । আটক হচ্ছে নতুন নতুন চিন্তাইকারী সদস্যরা। 


গত দুই মাসে, দিনে এবং রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে টুরিস্ট পুলিশ ছিন্তাকারী চক্রের ১৯ সদস্য কে, গ্রেপ্তার করেন ।

এরা হলেন,টেকনাফের আফজুলুর রহমানের পুত্র জিয়াফত উল্লাহ, কক্সবাজার পেশকার পাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম,কক্সবাজার সৈকত পাড়ার মৃত জহির আলমের পুত্র ইদ্রিস, কক্সবাজার বাদশা ঘোনার  কোরবান আলীর পুত্র দ্বীন ইসলাম, টেকনাফ শাপলাপুরের মৃত শামসুল আলম ফুলমতির পুত্র মোঃ মনছুর আলম,কক্সবাজার লাইট হাউজ হাতের ঘোনার নূর মোহাম্মদ এর পুত্র মোঃ সোহেল, কক্সবাজার খুরুশকুলের মোহাম্মদ জমির হোসেনের পুত্র মোঃ রবিউল হাসান,কক্সবাজার ফাতের  ঘোনার নাসির সদাগরের পুত্র মোহাম্মদ ওসমান গনি,চট্টগ্রাম হাটহাজারীর মোঃ এরশাদের  পুত্র মোঃ মিনহাজ, কক্সবাজার সদরের ঝিলংজা মোহরি পাড়ার মোঃ আহমদ সালামের পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম, কক্সবাজার পৌরসভা লাইট হাউজ পাড়ার রাশেদুল ইসলামের পুত্র মোঃ ইসলাম,কক্সবাজার পৌরসভা দক্ষিণ গোনা পাড়ার মোঃ ইউসুফের পুত্র নবী হোসেন,এবং একই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আজিজুল হকের পুত্র জিয়াউল হক,কক্সবাজার পৌরসভা পাহাড়তলীর মৃত সেলিমের পুত্র মোঃ রহিম,বান্দরবানের রূপসী পাড়ার লামার মোঃ ওয়াজিয়ার  সিকদারের পুত্র মোঃ রিয়াজ কক্সবাজারের বাউনিয়ার আব্দুল্লাহ পুত্র আব্দুল হামিদ, পৌরসভা বৈদ্য ঘোনার আবু হানিফ প্রকাশ গুরা মিয়ার পুত্র মোহাম্মদ রুবেল প্রকাশ রহমান, কক্সবাজার বাগগুনার মোঃ সাই ফুলের পুত্র রবিউল হাসান। 

 ভোরের কথার অনুসন্ধানে জানা গেছে  গত দু মাসে উনিশ ছিনতাই কারীকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ।


এই বিষয়ে এডিশনাল  ডিআইজি আপেল মাহমুদ  বলেন, সমুদ্র সৈকতে অপরাধীদের কোন আশ্রয় দেওয়া হবে না। এবং পর্যটন নগরী সমুদ্র সৈকতকে। অপরাধমুক্ত এবং ডেলে সাজানোর কার্যক্র চলমান রয়েছে।অপরাধীদের নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানে টুরিস্ট   পুলিশের অতিরিক্ত এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ।

সর্বশেষ