আনন্দ মোহন কলেজে প্রফেসর আমির হোসেনকে বিদায় সংবর্ধনা, শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ
ইমন সরকার, ময়মনসিংহ
আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেনকে বিদায় জানাতে গণিত বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেন এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার (১০ মে) নগরীর টাউন হলস্থ এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ও বর্তমান শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় আনন্দ মোহন কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের ভেন্যুতে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে দেখা করে স্মৃতিচারণায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মোশাররফ হোসেন ।সার্বিক ব্যবস্থপনায় ছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আজাহার ।
১৯৯৩-৯৪ ব্যাচ থেকে শুরু করে ২০২৪-২৫ ব্যাচ পর্যন্ত দীর্ঘ সময়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় রূপ দেন। বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।
এই বিদায় সংবর্ধনা প্রমাণ করে, একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা কখনো ম্লান হয় না। প্রফেসর আমির হোসেনের মতো শিক্ষকের বিদায় তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এ এক গর্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
মতামত দিন