ভালুকায় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি, এলাকায় চাঞ্চল্য
ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা গ্রামের সিডস্টোর বাজার সমাজের কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
শনিবার সকালে কবরস্থানে গেলে এলাকাবাসী দেখতে পান, কবরস্থানটির ৪টি কবর খোঁড়া এবং আরও একটি কবর মাটি দিয়ে ঢেকে রাখার চিহ্ন রয়েছে। পরে নিশ্চিত হন— মোট ৫টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা মনে করছেন, এটি একটি পরিকল্পিত কঙ্কাল চুরির ঘটনা।
এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত দিন