• ২০২৫ Jul ২২, মঙ্গলবার, ১৪৩২ শ্রাবণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৩:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার কোস্ট গার্ড- পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড,তাজা গোলা উদ্ধার

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২২, ২০২৫
কক্সবাজার কোস্ট গার্ড- পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড,তাজা গোলা উদ্ধার
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার কোস্ট গার্ড- পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড,তাজা গোলা উদ্ধার 



মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান চালিয়ে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে। 


 ৩১ মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে শনিবার সকাল ৫ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশ এর সমন্বয়ে দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টা ব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে, উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা ও ২ রাউন্ড পিস্তলের গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ