• ২০২৫ Jul ০৭, সোমবার, ১৪৩২ আষাঢ় ২৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার উখিয়া মাদকাসক্ত পিতার হাতে তিন বছরের শিশু কন্যা খুন!

  • প্রকাশিত ১২:০৭ অপরাহ্ন সোমবার, Jul ০৭, ২০২৫
কক্সবাজার উখিয়া মাদকাসক্ত পিতার হাতে তিন বছরের শিশু কন্যা খুন!
File
মতিউল ইসলাম (মতি)

কক্সবাজার উখিয়া মাদকাসক্ত পিতার হাতে তিন বছরের শিশু কন্যা খুন!


 মতিউল ইসলাম (কক্সবাজার প্রতিনিধি)


কক্সবাজার উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন তিন বছরের শিশু কন্যা।


গত শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেয়েটির নাম কানিজ ফাতেমা (৩) , পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের পিতা আমান উল্লাহকে (৩২) কে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

নিহতের মা জোসনা আক্তার দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তাঁর মাদকাসক্ত স্বামী এ ঘটনা ঘটান।

তিনি বলেন, তাঁর অন্য সন্তানরা পাশের বাড়িতে গিয়ে জানায় তাদের পিতা তাঁদেরকে লোহার রড দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, পরে মা বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তাঁর  তিন বছরের কন্যার মরদেহ। পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকে শিশুটির বাবা। পরে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় কয়েকবার জেল ও খাটেন। এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।


এই বিষয়ে, উখিয়া থানার বিচক্ষণ  অফিসার ইনচার্জ মোহাম্মদ  আরিফের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, ঘটনা  স্থল থেকে  শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করা হয়েছে অপরাধী যেই হোক কাউকে কোনভাবে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ