• ২০২৫ Jul ০৭, সোমবার, ১৪৩২ আষাঢ় ২৩
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীতে সাংবাদিক রফিকুল ইসলাম রমজানের ওপর হামলা, সদর প্রেসক্লাবের নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

  • প্রকাশিত ০৭:০৭ পূর্বাহ্ন সোমবার, Jul ০৭, ২০২৫
নরসিংদীতে সাংবাদিক রফিকুল ইসলাম রমজানের ওপর হামলা, সদর প্রেসক্লাবের নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
Timebanglanews.com
আখতারুজ্জামান বাবু নরসিংদী প্রতিনিধি


নরসিংদী, ৫ জুলাই ২০২৫: নরসিংদী সদর প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক মো: রফিকুল ইসলাম রমজান (৩৯) এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী সদর প্রেসক্লাব। একইসাথে, প্রেসক্লাব কর্তৃপক্ষ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

জানা যায়, গতকাল ৪ জুলাই ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকায় নরসিংদী সদর থানাধীন চিনিশপুর এলাকায় সাংবাদিক রফিকুল ইসলাম রমজানের ইন্টারনেট লাইনের অফিসে হামলা চালায় একদল সন্ত্রাসী। অভিযুক্ত হামলাকারীদের মধ্যে রয়েছেন রমজানের আপন ছোট ভাই মো: ইমরান মিয়া (৩৫), সুমন মিয়াং (২৫), ইয়াছিন (২০) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।

রমজানের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ১নং বিবাদী ইমরান মিয়া তার ইন্টারনেট ব্যবসার প্রতি ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। একপর্যায়ে ইমরান তার ব্যবসার অংশীদারিত্ব দাবি করে এবং জোরপূর্বক ব্যবসা দখলের চেষ্টা করে। রমজান এতে রাজি না হওয়ায় ইমরান তার কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে দেখে নেওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

হামলার দিন বিবাদীরা রমজানের ইন্টারনেট অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে সরিয়ে দেয় এবং নিজেদের চেয়ার-টেবিল স্থাপন করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে রমজান এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি এবং লোহার রড দিয়ে মারধর করে। এতে রমজানের মাথা, ঘাড়, পিঠ, বুক, হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ডান হাতের আঙুলে রক্তাক্ত জখম হয়। এ সময় রমজানের ১৫ বছর বয়সী মেয়ে রাকিস্তা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। হামলাকারীরা এ বিষয়ে বাড়াবাড়ি করলে বা থানা পুলিশকে জানালে রমজান ও তার মেয়েকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহত রমজানকে তার মেয়ে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে তিনি নরসিংদী মডেল থানায় হাজির হয়ে এই অভিযোগ দায়ের করেন।

নরসিংদী সদর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল করিম এক বিবৃতিতে সাংবাদিক রফিকুল ইসলাম রমজানের ওপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

সর্বশেষ