পিএমখালী বিএনপি নেতার রাজপথে মৃত্যু
মতিউল ইসলাম( কক্সবাজার)
ফুল ঝড়ে যাই রেখে যাই বৃতি মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি, তারি অংশ হিসেবে এমন দৃশ্য দেখা গেছে কক্সবাজার সদর উপজেলার, পিএমখালী নয়াপাড়ার বিএনপির পরিচ্ছন্ন নেতা সৈয়দ নূর সওদাগরের মৃত্যুতে, সাধারণ জনতার মধ্যে এমন কৌতুহল দেখা দিয়েছে।অকালে এমন নেতাকে হারিয়ে প্রতিনিয়ত অঝরে কান্না করছেন বিএনপির নেতাকর্মীরা। এতক্ষন যার কথা বলা হয়েছে তিনি হলেন পিএমখালীর মাটি ও মানুষের প্রিয় নেতা সৈয়দ নূর সওদাগরের।
কক্সবাজার বিএনপির আয়োজিত গণমিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তিনি সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর। গত রোববার( ২০ জুলাই) বিকালে কক্সবাজার শহরের একটি মাঠে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ভারোয়াখালী ইউনিয়ন বিএনপির নেতা রফিক সিকদার হত্যার প্রতিবাদ, কক্সবাজার আইন- শৃঙ্খলা অবনতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদকে নিয়ে এনসিপির নেতার করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি এ গণমিসিলের আয়োজন করে।লুৎফর রহমান কাজলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সৈয়দ নূরও অংশ নেন এবং বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এই মৃত্যুর খবরে দলের নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির কর্মীরা হাসপাতালে ছুটে যান। এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ গণমাধ্যমকে বলেন।আমরা একসঙ্গে মিছিলে অংশগ্রহণ করি। সৈয়দ নূর বক্তব্য দেন এবং কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ে। তার মতো একজন তৃণমূলের নেতাকে হারিয়ে আমরা গভীর শোকাহত।
মতামত দিন