কাঠগড়ায় দাঁড়িয়ে চিন্ময় প্রভুদাস বললেন -
আমি একজন সন্ন্যাসী -
প্রাণহত্যার ভয়ে মাছ-মাংসই খাই না।
অথচ আমাকে দেওয়া হলো,মানুষ হত্যার মামলা।
এই কথা শুনে, জজ সাহেব চুপ করে রইলেন।
একটি কথাও বলতে পারলেন না, চিন্ময় প্রভু দাসের সামনে।
জজ সাহেব বললেন, আমাকে ক্ষমা করবেন মহাপ্রভু -
আমি রাষ্ট্রের আদেশের ঊর্ধ্বে নয়।
কতটুকু ঘৃণিত জাতি হলে, একজন সন্ন্যাসী গৃহত্যাগী লোভ হীন মানুষকে, এভাবে নির্যাতন করতে পারে। একজন নিরীহ মানুষকে রাষ্ট্র এ ভাবে আটকে রাখতে পারবে না । সাধারণ মানুষ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এই ধরনের জঘন্য আচরণ ও অপশাসন দ্বারা চিন্ময় প্রভুকে নির্মম নির্যাতন কোনোভাবে মেনে নেবে না । সাধারণ জনগণ তার মুক্তি চায় ।
মতামত দিন