পি.এম খালীতে পাহাড় কেটে সাভার করছে সাগর নামে এক যুবক!
মতিউল ইসলাম (কক্সবাজার)
কক্সবাজার সদর পি.এম খালী পাহাড় কেটে মাটি বিক্রয়ের অভিযোগ মোঃ সাগর নামের এক তরুণের বিরুদ্ধে। দিন দুপুরে তার পাহাড় কাটার সাহস দেখে রীতির মত হতম্ভব সাধারণ মানুষ। তার এত ক্ষমতার উৎস কোথায় জানতে চায় সাধারণ জনতা। অনুসন্ধানে আরো জানা গেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের পি.এম খালী রেঞ্জের তোতকখালী বনবিটের আওতাধীন একই এলাকার মাঝের পাড়া স্থানীয় নুরুল আলমের পুত্র- মোঃ সাগর দিন দুপুরে অবৈধ ডাম্পার গাড়ি দিয়ে পাহাড় কর্তন করে। মাটি কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয়ের অভিযোগ উঠেছে।তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, পাহাড় কাটার বিষয়ে বন বিভাগের কর্মীরা জানতে চাইলে তিনি বলেন,সে পাহাড়টি তার নাল জমির জায়গা। যা শেয়াল মামার পাঠশালার গল্পকে ও হার মানিয়েছে। বন বিভাগের কর্মীরা তার জমির কাগজ নিয়ে অনুসন্ধানে নামে, কাগজে স্পষ্ট উল্লেখ রয়েছে পাহাড়ের নিচের অংশে তার নাল জমি।মোঃ সাগর নামের ঐ ব্যক্তি মিথ্যা কথা বলে বন বিভাগের কর্মীদের এবং গণমাধ্যম কর্মীদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে তার পাহাড় কাটার অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এবং বন বিভাগের কর্মীরা তার একটি ডাম্পার গাড়ি আটক করেন। বনআইন অনুযায়ী জরিমানার মধ্যে দিয়ে তার ডাম্পার গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে পি.এম খালী রেঞ্জ অফিসার জাকারিয়া ফেরদৌসের বক্তব্যে নেওয়া হলে তিনি বলেন, মোঃ সাগর নামের ঐ ব্যক্তির পাহাড় কাটার অভিযোগ আমি পেয়েছি, এরপর আমাদের এস্টাফদের পাঠিয়েছি তখন সে আমাদের স্টাফদের বলে, আমার নাল জায়গার মধ্যে আমি কাজ করছি আপনাদের কি সমস্যা? এরপর তার কাগজপত্র নিয়ে আমরা অনুসন্ধান করি এতে দেখা যায় যে, পাহাড় কাটার জায়গাটি সরকারি জমি। আমরা তার বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াদীন।এই বিষয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেনের বক্তব্য নেওয়া হলে তিনি বলেন, যদি এরকম কোন অপরাধ সংগঠিত হয়ে থাকে অবশ্যই অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোন ভাবে আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবে না অপরাধী যতই শক্তিশালী হোক।স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধীদের আইনের আওতায় আনা না হলে,পি.এম খালীতে একটি পাহাড় ও থাকবে না।ফলে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ভারসাম্য বিলুপ্তি হবে। এবং জনজীবনে দুর্ভোগ ও দূর্বিষহ হয়ে উঠবে। ধীরে ধীরে সবুজ -শ্যামল গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাবে।
মতামত দিন