• ২০২৫ অগাস্ট ০২, শনিবার, ১৪৩২ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৬:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আবিদ হাসান রুবেলের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ

  • প্রকাশিত ০৬:০৮ অপরাহ্ন শনিবার, অগাস্ট ০২, ২০২৫
নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আবিদ হাসান রুবেলের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ
Time Bangla news
আখতারুজ্জামান বাবু


শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, সন্ত্রাসীদের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ নজরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তালিকাভুক্ত সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বাড়ির আঙিনার একটি পাকা খুপরি ঘর থেকে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ