• ২০২৫ অগাস্ট ২১, বৃহস্পতিবার, ১৪৩২ ভাদ্র ৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ওসি নাইক্ষ্যংছড়ির আন্তরিক প্রচেষ্টায় হত্যাকাণ্ডের ৭২-ঘণ্টার মধ্যে তিন রোহিঙ্গা খুনি আটক!

  • প্রকাশিত ১০:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ২১, ২০২৫
ওসি নাইক্ষ্যংছড়ির আন্তরিক প্রচেষ্টায় হত্যাকাণ্ডের ৭২-ঘণ্টার  মধ্যে তিন রোহিঙ্গা খুনি আটক!
File
মতিউল ইসলাম (মতি)

ওসি নাইক্ষ্যংছড়ির আন্তরিক প্রচেষ্টায় হত্যাকাণ্ডের ৭২-ঘণ্টার  মধ্যে তিন রোহিঙ্গা খুনি আটক! 


 মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় জড়িত তিন রোহিঙ্গা খুনিকে ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—

কুতুপালং এফসিএন-২৯৯০১৫, ব্লক-বি/৯, ক্যাম্প-২ ইস্ট-এর মৃত আলী আহম্মদের পুত্র শফি আলম (২৮)

কুতুপালং এফসিএন-১০৭০০৫, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর হামিদ হোসেনের পুত্র ইমাম হোসেন (২০)

কুতুপালং এফসিএন-২৭৬৬৬৪, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর নুর আহমেদের পুত্র আবুল হাশিম (৪৫)

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা নং-১১ দায়ের হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন,

 “হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আন্তরিক ভূমিকার প্রশংসা করেছেন।


উল্লেখ্য, টমটম চালক নুরুল আবছারের হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সর্বশেষ