• ২০২৫ সেপ্টেম্বর ০৯, মঙ্গলবার, ১৪৩২ ভাদ্র ২৪
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পি.এম.খালীর মো.আনিসের সড়ক দুর্ঘটনায় মৃত্যু! মতিউল ইসলাম (কক্সবাজার)

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০৯, ২০২৫
পি.এম.খালীর মো.আনিসের সড়ক দুর্ঘটনায় মৃত্যু!   মতিউল ইসলাম (কক্সবাজার)
File
মতিউল ইসলাম (মতি)

পি.এম.খালীর মো.আনিসের সড়ক দুর্ঘটনায় মৃত্যু! 

মতিউল ইসলাম (কক্সবাজার) 


কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম ধাউনখালীর বাসিন্দা মৃত: মোহাম্মদ ইউসুফ এর পুত্র-

মোহাম্মদ আনিস(২৪) (প্রকাশ  মোহাম্মদ মিয়া)

 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকাল  সাড়ে ৯ ঘটিকার সময় রামু জোয়ারিয়ানালা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ডাম্পার ট্রাক তাঁকে চাপা দেয়। এরপর পথচারীরা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এই বিষয়ে নিহত আনিসের চাচাতো ভাই মোঃ অলিউল্লাহর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন। আমার ভাই রামু শশুর বাসায় থেকে অটো চালিয়ে জীবন যাপন করে আসছিল, হঠাৎ তার মৃত্যু আমরা কিছুতে মেনে নিতে পারছি না।

এই বিষয়, রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাসির এর বক্তব্য নেওয়া হলে তিনি বলেন,পথচারী নিহত আনিস রাস্তা পারাপারের সময় একটি গাড়ি কুকুরকে বাঁচাতে গিয়ে তাকে ছাপিয়ে দে।খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং গাড়িগুলো জব্দ করে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ