• ২০২৫ নভেম্বর ০৫, বুধবার, ১৪৩২ কার্তিক ২০
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাবান্ধায় সর্বোচ্চ ফ্লাগস্ট্যান্ড এর শুভ উদ্বোধন*

  • প্রকাশিত ১২:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ০৫, ২০২৫
বাংলাবান্ধায় সর্বোচ্চ ফ্লাগস্ট্যান্ড এর শুভ উদ্বোধন*
File
মুহম্মদ তরিকুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

*বাংলাবান্ধায় সর্বোচ্চ ফ্লাগস্ট্যান্ড এর শুভ উদ্বোধন*

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার একটি ফ্লাগস্ট্যান্ড এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটির শুভ উদ্বোধন করা হয়।


স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্ত রেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। দিনে বেলায় উড়বে এই পতাকা, আর পতাকা উড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।


জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন।


এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক ফলক উন্মোচনের পর অতিথিবৃন্দ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়বে এখন বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের গর্বের বিষয়।


এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় উৎসুক জনতা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি। তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।


মুহম্মদ তরিকুল ইসলাম

মোবাঃ ০১৭৫১০৫১০৪৯

সর্বশেষ