সিলেট নগরীর খাসদবীর থেকে ২৭ লাখ টাকার শুঁটকি বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পুলিশ দুই ছিনতাইকারী আটক ও ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে খাসদবীর থেকে ট্রাকটি ছিনতাই হয়েছিল।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধোপাগুল থেকে শুঁটকি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড- ১২-৪৩৪২) সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খাসদবীর মধুবন দোকানের সামনে পৌঁছলে ১১/১২ জনের একটি ছিনতাইকারী দল মোটরসাইকেলযোগে এসে অস্ত্রসহ ট্রাকটি ঘেরাও করে। তারা ত্রাশ সৃষ্টি করে ট্রাক ড্রাইভারকে মারধর করে তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে উত্তর পীর মহল্লার দিকে পালিয়ে যায়।
এদিকে, এ ঘটনার পর শুঁটকির মালিক মানিক মিয়া থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে তাৎক্ষণিক এয়ারপোর্ট থানা পুলিশ উত্তর পীর মহল্লার একটি মাঠে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে দু’জন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে পুলিশ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে। ওই ট্রাক থেকে ২৭ লাখ টাকার শুঁটকি অক্ষত পাওয়া গেছে।
শুঁটকির মালিক মানিক মিয়া জানান, তিনি কাজির বাজার থেকে মাছ কিনে শুঁটকি বানিয়ে মজুদ করেন। পরে জেলার বিভিন্ন স্থানে শুঁটকি রপ্তানি করেন।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরক জানান,এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন, সিপন আহমদ (২৮) ও আনোয়ার আহমেদ (১৮)। তাদের দেওয়া তথ্যমতে, ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গীয় বাকি ছিনতাইকারীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
মতামত দিন