• ২০২৫ ডিসেম্বর ১৩, শনিবার, ১৪৩২ অগ্রহায়ণ ২৯
  • সর্বশেষ আপডেট : ০৯:১২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মায়ানমারে মোবাইল ফোন পাচার চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশিত ১১:১২ অপরাহ্ন শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
মায়ানমারে মোবাইল ফোন পাচার চক্রের ৪ সদস্য আটক
File
মতিউল ইসলাম (মতি)

মায়ানমারে মোবাইল ফোন পাচার চক্রের ৪ সদস্য আটক 


মতিউল  ইসলাম 


কক্সবাজার রামু থানাধীন গর্জনীয়া পুলিশ ফাঁড়ির অভিযানে পার্শ্ববর্তী মায়ানমার দেশে মোবাইল ফোন পাচারকালে পাচারকারীচক্রের ০৪ সদস্য গ্রেফতার ও ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।


গত ০৯/১২/২০২৫ খ্রি. দুপুর ০২:১০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনীয়া পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে সিএনজি গাড়িযোগে চোরাই পথে পার্শ্ববর্তী মায়ানমার দেশে মোবাইল ফোন পাচারের উদ্দেশ্যে মায়ানমার সীমান্তে যাওয়ার সময় গর্জনিয়া ইউপিস্থ বড়বিল এলাকা হতে পাচার চক্রের ০৪ সদস্যকে বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেফতার করে পুলিশ। 


প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ‍গ্রেফতারকৃত পাচারকারীচক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছে। উক্ত আসামীদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।


আসামীরা হলেন ১। মো: জুবাইর(২৩), পিতা- জাকের হোসেন, সাং- তুলাতলী, ০৫নং ওয়ার্ড, দৌছড়ি ইউপি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান ।

২। আব্দুর রহিম শাকিল(২১), পিতা- মো: ফজল করিম, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। 

৩। মো: এরশাদ(২১), পিতা- লাল মিয়া, সাং- তিতার পাড়া, ০৩নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। 

৪। মৃদুল দাশ(২২), পিতা- মৃত অনিল দাশ, সাং- দৌছড়ি হিন্দু পাড়া, ০২নং ওয়ার্ড, সকলেই কচ্ছপিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার। 


উদ্ধারকৃত আলামত:-১। ২৫ টি মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ।

২। ০১টি সিএনজি গাড়ি

সর্বশেষ