বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (৪ জানুয়ারি) সিলেট সফরে আসছেন।
শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরে বেলা সোয়া ২টার দিকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সিলেটে পৌঁছে বিএনপির মহাসচিব প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে সন্ধ্যার দিকে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
এ সফরকে কেন্দ্র করে সিলেটের জাতীয়তাবাদী ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রণয়নের অংশ হিসেবেই পুণ্যভূমি সিলেট থেকে বিএনপির নির্বাচনী কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে এই সফরের মাধ্যমে।
মতামত দিন