• ২০২৬ জানুয়ারী ২৮, বুধবার, ১৪৩২ মাঘ ১৪
  • সর্বশেষ আপডেট : ০৩:০১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ

  • প্রকাশিত ০৩:০১ পূর্বাহ্ন বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ
File
ইমন সরকার, ময়মনসিংহ

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ


দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকা রূপ নেয় জনসমুদ্রে। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঞ্চে উঠেই হাত নেড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও স্লোগানে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

সকাল থেকেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোত বাড়তে থাকে। সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। অনেককে দেখা যায় দলীয় টি-শার্ট ও ক্যাপ পরে স্লোগানে স্লোগানে মাঠ প্রাঙ্গণ মুখরিত করতে।

ময়মনসিংহ নগরীতে প্রবেশের সময় রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানান। বিএনপি চেয়ারম্যানও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগ ও জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠ এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের এই সফর ও বিশাল জনসমাগম ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ