• ২০২৪ মে ০৬, সোমবার, ১৪৩১ বৈশাখ ২২
  • সর্বশেষ আপডেট : ০২:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভোলায় ১ হাজার ৬৩৯ জনের জেল-জরিমানা

  • প্রকাশিত ০৪:০৫ পূর্বাহ্ন সোমবার, মে ০৬, ২০২৪
ভোলায় ১ হাজার ৬৩৯ জনের জেল-জরিমানা
ভ্রাম্যমাণ আদালত
মীর মেহরাব অপি, ভোলা প্রতিনিধি

স্বাস্থ্যবিধি অমান্য করা বিধিনিষেধ না মানায় পর্যন্ত হাজার ৫২২টি মামলায় হাজার ৬০৩ জনকে ১৩ লক্ষ ৯৭ হাজার ৪৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

এছাড়া ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে গতকাল মঙ্গলবার দিনভর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে এছাড়াও চেকপোস্ট পুলিশের টহল অব্যাহত রয়েছে গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা অটোরিকশা চলাচল আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে

এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দূরত্ব বজায় না রাখা বিধিনিষেধের শর্ত ভঙ্গ করায় মঙ্গলবার ৯৫ জনকে ৪১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মঙ্গলবার ৭০টি মামলায় ৯৫ জনকে ৪১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ভোলায় পর্যন্ত ২০২টি মোবাইল কোর্টের মাধ্যমে হাজার ৫২২টি মামলায় হাজার ৬০৩ জনকে ১৩ লক্ষ ৯৭ হাজার ৪৫০টাকা জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে

সর্বশেষ