• ২০২৫ এপ্রিল ০৪, শুক্রবার, ১৪৩১ চৈত্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আরও বাড়তে পারে তাপমাত্রা

  • প্রকাশিত ০৮:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ০৪, ২০২৫
আরও বাড়তে পারে তাপমাত্রা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ

 গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ অল্প বৃষ্টি হয়েছে। আজও এক বিভাগের দুয়েক জায়গায় কালবৈশাখী হতে পারে। একটি অঞ্চলসহ এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে। সামনের দিনগুলোয় দাবদাহ বিস্তার লাভ করতে পারে।

রোববার (১১ এপ্রিল) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাদের তথ্যমতে, শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল কেবল সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

সর্বশেষ