• ২০২৪ নভেম্বর ২২, শুক্রবার, ১৪৩১ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সুনামগঞ্জে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
সুনামগঞ্জে স্কুলের শিক্ষার্থীর মৃত্যু
টাইমবাংলানিউজ
সিলেট অফিস :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন স্কুলের ছাদ থেকে রড পড়ে উষা মনি (৮) নামের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত উষা মনি (৮) শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

রোববার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেন। এরমধ্যে উষা মনি (৮) পানি নিতে ক্লাস রুম থেকে বাইরে বের হয়। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে একটি রড পড়ে তার মাথায় পড়ে। পরে শিক্ষক ও এলাকাবাসী তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণ হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম, রবিন মিয়া অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ