• ২০২৫ অগাস্ট ০৩, রবিবার, ১৪৩২ শ্রাবণ ১৮
  • সর্বশেষ আপডেট : ০৫:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট বিশ্বনাথে পৌরসভার প্রথম কাউন্সিলর হলেন যারা

  • প্রকাশিত ০৫:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ০৩, ২০২৫
সিলেট বিশ্বনাথে পৌরসভার প্রথম কাউন্সিলর হলেন যারা
ইন্টারনেট
সিলেট অফিস

সিলেট বিশ্বানাথে প্রথম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিশ্বনাথে পৌরকাউন্সিলর পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল)।


অপরদিকে, সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেমেকে (আনারস) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ