• ২০২৫ এপ্রিল ১৯, শনিবার, ১৪৩২ বৈশাখ ৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট আম্বরখানা ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

  • প্রকাশিত ০৪:০৪ অপরাহ্ন শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
সিলেট আম্বরখানা ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
টাইমবাংলানিউজ
সিলেট অফিস

সিলেট নগরের আম্বরখানা বড়বাজারে ছুরিকাঘাতেজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ,সাবেক ছাত্রনেতা আফম কামাল নিহত হয়েছেন।

আজ রবিবার রাত সোয়া ৮ টার দিকে আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালিয়ে আ ফ ম কামাল বড়বাজারের গলি দিয়ে যাচ্ছিলেন।

বড়বাজার গোয়াইনপাড়া সড়কের কাছে যাওয়ার পর কয়েকজন যুবক এসে তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শোরচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

সর্বশেষ