পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ওসমানী বিমানবন্দর-বাদাঘাট বাইপাস ৪ লেন সড়কটির কাজ
এ মাসে শুরু হচ্ছে ।
এটা একটি সুখবর যে শেষ পর্যন্ত কাজ শুরু হচ্ছে। এই ফোরলেনের কাজ দীর্ঘ ১২ বছর ধরে ঝুলিয়ে রাখা হয়ে ছিলো।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট চেম্বারে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সিলেট চেম্বারে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের জন্য তিনি সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন এই কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুকে আরো গভীরভাবে জানার সুযোগ সৃষ্টি হবে।
একজন প্রবাসী বক্তার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিমানবন্দরে প্রবাসীদের কোন ধরণের হয়রানি বরদাস্ত করা হবেনা। প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। এর পরও যদি কেউ সংক্ষুব্ধ হন তবে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক মুশফিক জায়গীরদার প্রমুখ।
মতামত দিন