• ২০২৪ মে ১৮, শনিবার, ১৪৩১ জ্যৈষ্ঠ ৪
  • সর্বশেষ আপডেট : ০১:০৫ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শুক্রবার সকাল ১০ টার মধ্যে ইজতেমা শেষ করতে হবে

  • প্রকাশিত ০৭:০৫ অপরাহ্ন শনিবার, মে ১৮, ২০২৪
শুক্রবার সকাল ১০ টার মধ্যে ইজতেমা শেষ করতে হবে
টাইমবাংলা
সিলেট অফিস

সিলেটে বিএনপির সমাবেশের আগে ইজতেমায় আপত্তি জানিয়েছিলো পুলিশ। ইজতেমা কয়েকদিন পিছিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিলো। তবে আপত্তি আর অনুরোধ উপেক্ষা করে একদিন আগে থেকেই সিলেটে শুরু হয়ে গেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইজতেমা। তবে এবার ইজতেমার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে পুলিশ। শুক্র্রবার সকাল ১০ টার মধ্যে ইজতেমার কার্যক্রম শেষ করতে আয়োজকদের বলা হয়েছে।


বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সভায় শুক্রবার সকাল ১০ টার মধ্যে ইজতেমা শেষ করার সিদ্ধান্ত হয় বলে জানান মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।


বৈঠকে মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ ইজতেমার আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকে ইজতেমার আয়জোকরা শুক্রবার সকাল ১০টার মধ্যে ইজতেমার কার্যক্রম শেষ করার সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ