• ২০২৫ এপ্রিল ২০, রবিবার, ১৪৩২ বৈশাখ ৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেট বিএনপির সমাবেশ ঘিরে ১৯ পুলিশ চেকপোস্ট

  • প্রকাশিত ০৩:০৪ অপরাহ্ন রবিবার, এপ্রিল ২০, ২০২৫
সিলেট বিএনপির সমাবেশ ঘিরে ১৯ পুলিশ চেকপোস্ট
এস এম পি
শহীদুর রহমান জুয়েল ( সিলেট জেলা প্রতিনিধি) -

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগেই পরিপূর্ণ হয়ে গেছে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থল। 


গণসমাবেশকে ঘিরে সব ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ।


সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ১৯টি চেকপোস্ট। 


এ ছাড়া সমাবেশের দিন শনিবার সাদা পোশাকে সমাবেশস্থলসহ মহানগরীতে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন। থাকবে চার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিম।


সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। মহানগরী এলাকায় ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। আর আগামীকাল সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করবে।

সর্বশেষ