• ২০২৪ মে ০৪, শনিবার, ১৪৩১ বৈশাখ ২১
  • সর্বশেষ আপডেট : ১১:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঈদগাঁও স্বর্ণপট্টির জমির দখল নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

  • প্রকাশিত ০৪:০৫ অপরাহ্ন শনিবার, মে ০৪, ২০২৪
ঈদগাঁও স্বর্ণপট্টির জমির দখল নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য
টাইম বাংলা নিউজ
নিজস্ব প্রতিবেদক


ঈদগাঁও বাজারের স্বর্ণপট্টির এক শতক জমির মালিকানা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা ওই জমির স্বর্ণের দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। দীর্ঘদিনের বেহাত জমি দখলে নিতে প্রতিপক্ষ এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ঈদগাঁও থানার পুলিশ দল ঘটনাস্থলে আসেন। দোকানে তালা লাগানো ও ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার বাজারের সকল স্বর্ণের দোকান, কারখানা ও শিল্পালয় ১ ঘন্টা যাবত বন্ধ রাখেন সংশ্লিষ্টরা। এতে বাজারে আগত স্বর্ণের ক্রেতা ও বিক্রেতাদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।দোকানের সিসি ক্যামেরা, সাইন বোর্ড ভেঙ্গে ফেলে ভাংচুর চালানো হয়।  ভবেশ আচার্যের মা লক্ষ্মী রানী আচার্য্য ও আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। এতে লক্ষী রানী আচার্য্য ,প্রিয়তোষ আচার্য্য, সজল আচার্য্য, বিজয় আচার্য্য, রুপস আচার্য্য,ও নমিতা আচার্য্য আহত হয়। লক্ষী রানীর অবস্থা আশঙ্কাজনক।  আহতদের জেলা  সদর হাসপাতালে রেফার করা হয় । ঈদগাঁও থানার এসআই কাজী মহি উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।ইসলামাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার রশিদ আহমদ জানান, বিরোধীয় জমির মালিক তিনি। ওই জমিতে তার ভাড়া দেয়া একাধিক স্বর্ণের দোকান রয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে দুদফে মুখোশধারী দুর্বৃত্তরা এসে দোকানে তালা মেরে দেয়। এ ঘটনায় স্বর্ণের দোকানদার ও সংশ্লিষ্ট ব্যবসায়ী  দুশ্চিন্তায় পড়েন।  ভুল খতিয়ান সৃজন করে আমার মার্কেট দখলে নেয়ার জন্য দোকানপাট গুলোতে তান্ডবলীলা চালানো হয়েছে। খতিয়ান সংশোধনের জন্য আমরা আদালতে মিস মামলা করেছি।এ মামলার পাওয়ার অব অ্যাটর্নি পাওয়া  ভবেশ আচার্য্য জানান,  ভুল বি, এস এর সুযোগ নিয়ে জায়গা দখলের পাঁয়তারা করছে প্রতিপক্ষ।ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো জানায়, জমির মালিকানার ব্যাপারে আমরা উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব।এদিকে সংগঠিত ঘটনায় দুপুরে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের কার্যালয় ও রাতে ঈদগাঁও থানায় পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির জানান, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আমরা বৈঠক করেছি। তবে আনীত অভিযোগ অস্বীকার করে মৃণাল কান্তি আচার্য্য জানান, জমিটি তাদের খতিয়ানী জায়গা। আর, এস ১৩৬ নং খতিয়ান এবং এম, আর ১৭৫ নং খতিয়ানের (সৃজিত বি, এস ৫১৭৮ নং খতিয়ান) জমি প্রায় দুই বছর ভবেশরা অবৈধভাবে দখলে রেখেছিল। বিরোধীয় জমির ব্যাপারে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে।ঈদগাঁও থানার এএসআই ইব্রাহিম মিয়া আদালতের নির্দেশ মোতাবেক নালিশি জমিতে উভয়পক্ষকে শান্তি- শৃঙ্খলা বজায় রাখা সহ দাঙ্গা- হাঙ্গামা এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করেছেন।মৃণালের পুত্র মিটন কান্তি আচার্য্য জানায়,সংঘটিত ঘটনায় তার পিতাসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

সর্বশেষ