• ২০২৫ Jul ০২, বুধবার, ১৪৩২ আষাঢ় ১৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কক্সবাজার রামু দুটি বাড়িতে আগুন ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত ০৪:০৭ পূর্বাহ্ন বুধবার, Jul ০২, ২০২৫
কক্সবাজার রামু দুটি বাড়িতে আগুন ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
টাইম বাংলা নিউজ
মতিউল ইসলাম মতিঃ সদর উপজেলা প্রতিনিধি


রামুর দক্ষিন মিঠাছড়ি উমখালী ২টি বাড়ি গুনে পুড়ে গেছে। এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জানা গেছে, শুক্রবার ২৫ নভেম্বর দুপুর ১টায়, মধ্যম উমখালী আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের খবর পেয়ে দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের এমইউপি সদস্য আমির হামজা কোম্পানী ও ২নং ওয়ার্ডের এমইউপি সদস্য  আজিজুলহক দুদু মিয়া, ঘটনাস্থল পরিদর্শন করে।এমইউপি সদস্যদের বক্তব্য নেওয়া হলে,  তারা বলেন,  ২টি বসত ঘরে ৪টি পরিবার বসবাস করে আসছেন দীর্ঘদিন। তারা হলেন  মধ্যম উমখালী জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ। তার আপন ভাই সফি উল্লাহ, আফছার  কামাল, নুরুল আজিম।আফসার কামাল, এবং নুরুল আজিম জানান, তাদের পরিবারের দশ লক্ষ টাকার আসবাপত্র পুড়ে  যাই।খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।দুটি পরিবারের সর্ব মোট ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে,কক্সবাজার রামু আসনের সাংসদ সদস্য সাইমুন সরোয়ার কমল এমপি জানান সবাইকে তাদের পাশে থেকে যে যেভাবে পারেন তাদেরকে সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ