• ২০২৫ সেপ্টেম্বর ১৮, বৃহস্পতিবার, ১৪৩২ আশ্বিন ২
  • সর্বশেষ আপডেট : ০১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা মাঝিকে হত্যা

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা মাঝিকে হত্যা
টাইম বাংলা নিউজ
বিশেষ প্রতিবেদন


কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সাব মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উখিয়ার কুতুপালং ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

মৃত মাঝি ওই ক্যাম্পের ৮/১৪নং ব্লকের মৌলভি মনির আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পে সাব মাঝি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) ফারুক আহমেদ বলেন, ‘দুষ্কৃতকারীদের একটি দল একজন সাব মাঝির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বিষয়টি টের পেয়ে ভিকটিম শাহাব উদ্দিন ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা তাকে ধরে ফেলে। এরপর বুকের মাঝখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এটি টার্গেট কিলিংয়ের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ